দেশদিগন্ত নিউজ ডেস্ক ঃ কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রবীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরীসহ তার স্ত্রীকে অজ্ঞান অবস্থায় শহরস্থ বাসা থেকে শুক্রবার সন্ধায় উদ্ধার করে আশংকাজনক অবস্থায় রাতে সিলেট হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পারিবারিকসুত্রে জানা গেছে কুলাউড়া শহরের উত্তরবাজারে নিজস্ব বাসায় শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী (৮০) ও তার স্ত্রী খালেদা বেগম চৌধুরী (৬৫)সহ তারা দু’জন বসবাস করতেন। বাসায় শুধু কাজের বুয়া ছিল। ধারনা করা হচ্ছে শুক্রবার জুমা নামাজের পর তারা দু’জন দুপুরের খাবারের পর অজ্ঞান হন। সন্ধার পুর্বে তাদের পাশ^বর্তী বাসার প্রতিবেশী এক মহিলা তাদের বাসায় ভেতরে গিয়ে দেখেন তারা দু’জন বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। এ সময় এক বোরখা পড়া মহিলা তাকে দেখে ঘর থেকে দ্রুত বের হয়ে যায়। পরে প্রতিবেশী মহিলা শিক্ষকের স্বজনদের খবর দিলে তারা তাদেরকে বাসা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সন্ধায় কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উভয়কে আশংকাজনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরন করেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com