আপডেট

x


কুলাউড়ার পৃথিমপাশায় নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাঠদানের উদ্বোধন

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | ৯:১০ অপরাহ্ণ | 168 বার

কুলাউড়ার পৃথিমপাশায় নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাঠদানের  উদ্বোধন
শিক্ষার্থীদের হাতে অতিথির পুরষ্কার তুলে দিচ্ছেন

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পূর্ব পৃথিমপাশা গ্রামে নবপ্রতিষ্ঠিত ‘মতলিব-সরফুন প্রাথমিক বিদ্যালয়’ এর পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০২১ সালের ২২ ডিসেম্বর এ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আজ ২০ জানুয়ারি বিকেলে নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু।



অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. ইয়াছিন আলী এবং গীতা পাঠ করেন দীপিকা মজুমদার। পরে নবপ্রতিষ্ঠিত মতলিব-সরফুন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে।

বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য জাসদ নেতা আব্দুল গাফ্ফার কায়ছুলের সভাপতিত্বে ও নজরুল ইসলাম কায়েছ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মননাফ, জেলা বিএনপির সদস্য আকদ্দছ আলী, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্না, পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মতিন, সমাজসেবক মারুফ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবপ্রতিষ্ঠিত মতলিব-সরফুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজেল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন লংলা ট্রাস্টের সভাপতি আব্দুর রশীদ বাদশা, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, কর্মধা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জায়েদ, নবনির্বাচিত ইউপি সদস্য সেলিম আহমদ, মোহাম্মদ গোলাম হোসেন, সংরক্ষিত নারী সদস্য সুমা রানী, আমেনা খাতুন, মাহমুদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপ্রান্তে নবপ্রতিষ্ঠিত মতলিব-সরফুন প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজুর।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com