কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে দানাপুর থেকে জয়পাশা পর্যন্ত সংযোগ সড়কটি সামান্য বৃষ্টিতেই কাঁদা মাটিতে একাকার হয়ে যায়। ফলে ভোগান্তিতে রয়েছেন ওই এলাকার প্রায় ২ হাজার মানুষ।
দীর্ঘদিন থেকে কোনো উন্নয়ন না হওয়ায় ওই রাস্তা দিয়ে চলচল করতে জনসাধারনের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। মেরামতের অভাবে এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কুলাউড়া উপজেলার দানাপুর থেকে জয়পাশা হয়ে শহরের আসার জন্য এটিই একমাত্র রাস্তা।মাত্র ১ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকে মেরামত না করায় ইট সলিংও প্রায় বিলীন হতে চলেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করে। প্রায় ১ যুগ আগে রাস্তাটি সামান্য ইট সলিং করা হলেও কখনো পূর্নসংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতে প্রচুর পরিমানে কাঁদা হয়ে যায় এবং বন্যার সময় রাস্তায় পানি জমা হয়ে থাকে। ফলে চরম ভোগান্তিতে রয়েছেন তারা এবং রাস্তাটি দ্রুত পাঁকাকরণ করার দাবী জানিয়েছেন।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com