কুলাউড়ার দক্ষিণ লস্করপুরে জানাযার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন
- আপডেটের সময় : ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ৭১৫ টাইম ভিউ
মৌলভীবাজার কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ লস্করপুর বায়তুল আমান জামে মসজিদের সম্মুখ প্রাঙ্গণকে জানাযার নামাজের মাঠে রুপান্তরিত করার লক্ষে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম প্রবীণ মুরব্বী ও সমাজসেবক ব্যবসায়ী মাসুক আহমেদের প্রচেষ্টায়এ উদ্যােগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মাঠের উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে দক্ষিণ লস্করপুর বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধক্ষ্য এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ,প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃশাহজান,ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামিম, কাউন্সিল ইকবাল আহমদ শামিম,কায়ছার আরিফ,মসজিদ কমিটির সভাপতি মোঃমকিছ মিয়া, সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী সেলিম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে মাঠের উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষথেকে ও পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের প্রতিশ্রুতি এবং নাম ফলকের পর্দা সরিয়ে জানাজার নামাজের মাঠের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। পরে মসজিদের ইমাম মোনাজাত করেন।