আপডেট

x


কুলাউড়ার ডেইজির এবারও নৃত্যে পুরষ্কার লাভ

সোমবার, ০৬ নভেম্বর ২০১৭ | ৯:২৭ পূর্বাহ্ণ | 843 বার

কুলাউড়ার ডেইজির এবারও নৃত্যে পুরষ্কার লাভ

দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় ২০১৭ সালে অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে এসে শাস্ত্রীয় নৃত্য কথক ও উড়িষী দুইটি বিষয়েই এককভাবে জাতীয় পুরষ্কার অর্জন করেছে। সে ২০১৬ সালেও শাস্ত্রীয় নৃত্যে ভরত নাঠ্যম (একক) বিষয়ে জাতীয় পুরস্কার লাভ করেছে। ডেইজি ডাঃ বিজন কান্তি ধর অনিতা ধর এর একমাত্র মেয়ে। ডেইজি এই সাফল্যের পিছনে রয়েছে তার নৃত্যগুরু জসীম উদ্দিন স্যারের অক্লান্ত পরিশ্রম ও উৎসাহ। আর এজন্যই সে আজ এ পর্যায়ে এসে পরপর তিনটি শাস্ত্রীয় নৃত্যে জাতীয় পুরস্কার লাভ করেছে। ডেইজি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে সকলের আশীর্বাদ প্রার্থী যাতে ভবিষ্যতেও সে যেন এরকম সাফল্য অর্জন করে কুলাউড়ার সকলের মুখ উজ্জল করতে পারে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com