কুলাউড়ার জয়চন্ডীতে যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ
- আপডেটের সময় : ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
- / ১৬৪২ টাইম ভিউ
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বৃহস্পতিবার দুপুরে শীতার্ত গরিব-অসহায় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সোবহান, মুহিতুর রহমান চৌধুরী রিপন ও লুৎফুর রহমান পারভেজ, সংগঠনের উপদেষ্টা ডা. হেমন্ত চন্দ্র পাল, জয়চন্ডী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুমিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সফি আহমদ, সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, সৈয়দ আনিসুল ইসলাম, খায়রুল কবির জাফর, আবু রুম্মান চৌধুরী, রনি আহমদ, ছায়েম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, প্রচার সম্পাদক মোক্তার আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শিবলু, সদস্য অলোক চন্দ্র, নাহিম খান, তাহমীদ খান শাওন, মেহেদি হাসান, আব্দুর রাকিব, ভাস্কর দে, সৈয়দ আবীর হোসেন, মাজহারুল ইসলাম খান টিপু , সৈয়দ তানিম, খালেদুর রহমান তানজুল ও মাসুদ মিয়া ।