কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পূশাইনগরে ফয়ছল মিয়া (২৮) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হওয়ার খবর পাওয়া গেছে। ৪ নভেম্বর শনিবার রাত ৮ টায় কুলাউড়ার পূশাইনগর ছোটই মিয়ার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূশাইনগর এলাকার চিনু মিয়ার পুত্র ফয়ছল মিয়া একই এলাকার আলতা মিয়ার পুত্র তাহের মিয়া (১৬) এর সাথে পারিবারিক কলহের (নারী ঘটিত বিষয়ে) কথা কাটাকাটির জের ধরে পূর্ব শত্রুতা বশত স্থানীয় বাজারে দোকানে টিভি দেখার সময় ফয়ছল (২৮) কে ধারালো ছুরি দিয়ে পেটের নিচ অংশে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হলে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যাদের মধ্যে ঘটনা তারা সম্পর্কে একজন অন্য জনের চাচাতো ভাই। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। খুনে ব্যবহৃত বিদেশী ছুরিটি আপাতত আমার কাছে আছে। কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ শামীম মুছা, ফয়ছল খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com