কুলাউড়ার কাদিপুরে বন্যা দুর্গতদের মধ্যে খাবার বিতরন করছেন অধ্যাপক সাইফুল চৌধুরী
- আপডেটের সময় : ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ২৬৫ টাইম ভিউ
বন্যা দুর্গতদের পাশে অধ্যাপক সাইফুল আলম চৌধুরীর পারিবার এর পক্ষ হতে বন্যার্তদের খাবার জন্য উনার বাড়িতে গত ২০ জুন হতে রান্না করে বাড়ীতে বন্যার্ত মানুষকে খাবার বিতরন করা হয় ।
রাস্তায় পানি বন্ধি অবস্হায় থাকায় উপজেলার কাদিপুর ইউনিয়ের হাসিমপুর,ভাগমতপুর,তিলকপুর, গুপ্তগ্রাম এবং ছকাপন গ্রামের নৌকা দিয়ে বাড়িতে বাড়িতে খাবার বিতরন করা হচ্ছে ।
মানুষ যতদিন আশ্রয় কেন্দ্রে থাকবে তা চলমান থাকবে ।
কুলাউডা পৌরসভার বন্যার্তদের মধ্যে যারা রাবেয়া আর্দশ স্কুল আশ্রয় কেন্দ্রে আছে তাতের জন্য দিন ১ বার শুধু দুপুরে খাবার দেওয়া হচ্ছে ।
পানি বন্ধি মানুষজনরা যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবে ততদিন তা চলমান থাকবে বলে ডঃ সাইফুল চৌধুরী জানান ।
যেহেতু আমরা ভাই বোন কেউই বাড়িতে নাই এবং আমাদের বাবা – মা ও বেঁচে নেই তাই আমাদের এই কর্মসূচি আমাদের বাড়ির যে দেখা শুনা করে সেই তা দেখা শুনা যাচ্ছে ।
অপর দিকে কুলাউডা উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্শবর্তি ইউনিয়ন ভূকশিমইল বন্যার্তদের ত্রান সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ।
সাইফুল আরো বলেন আমার বাবা জীবিত থাকতে আমরা দেখেছি সব প্রাকৃতিক বিপদে মানুষের পাশে দাঁড়াতে । বন্যার সময় আব্বা সব সময় মানুষকে রিলিফ না দিয়ে রান্না করে ভাত খাওয়াতেন আব্বা বলতেন ঐসব মানুষ গুলোকে রিলিফ দিলে তাহারা রান্না করবে কিভাবে । তাই তিনি রান্না করা খাবার বিতরন করছেন ।