আপডেট

x


কুলাউড়া উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ | ৫:২৫ অপরাহ্ণ | 198 বার

কুলাউড়া উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী

দেশদিগন্ত নিউজ ডেস্ক ঃ কুলাউড়া উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার কুলাউড়া রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া সংসদের সভাপতি বিপুল চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল,বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড খন্দকার লুৎফুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রস্থ কমিউনিটি লিডার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ,কুলাউড়া উদীচীর সাবেক সভাপতি ড.রজত কান্তি ভট্টাচার্য,শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক সিপার আহমদ,প্রভাষক সৈয়দা শাহ্ লতিফা আক্তার,কমরেড আব্দুল লতিফ,প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল,এইচ ডি রুবেল,জুয়েল আহমদ,প্রভাষক জয়ন্ত দেবনাথ,প্রভাষক আতিকুজ্জামান চৌধুরী,প্রভাষক খালিক উদ্দিন,নান্টু দাস,দিলীপ ঘোষ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী সংগঠন ৫১ বছর ধরে মনুষ্যত্ব জাগরণের আন্দোলন করে আসছে। তাই বাংলাদেশের ইতিহাস আর উদীচীর ইতিহাস একই রকম। উদীচী সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছে। রাতে যেমন নাবিক বা মাঝিদের আলোর পথ দেখায় ধ্রুবতারা। ঠিক তেমনই উদীচী শিল্পী গোষ্ঠীর মানুষজন বাংলাদেশের অসহায় অত্যাচার নিপীড়িত মানুষকে আলোর পথ দেখায়। আলোচনা সভা শেষে কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর গনসঙ্গীত ও লোকসঙ্গীত পরিবেশন করেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com