কুলাউড়া উপজেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক ফজলুর রহমান মিজবাহ’র মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান ও কুলাউডা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক সাইফুল আলম চৌধুরী ।
শোকবার্তায় নেতারা বলেন, তার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো আমরা দেশে ও প্রবাসে বিএনপি পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। মিছবাহ ছিলেন সত্যিকারের একজন আদর্শবান দেশপ্রেমিক নাগরিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। মরহুম ফজলুর রহমান মিজবাহ সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও সাহসী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন ।তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা করতে মরহুম ফজলুর রহমান মিজবাহ’র অবদান ছিল অপরিসীম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে কুলাউড়ায় সুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অবদানকে সর্বদা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com