ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

অধ্যাপক আব্দুল আহাদ ( লন্ডন )
  • আপডেটের সময় : ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ৬৪৫ টাইম ভিউ

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

*সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও প্রচার কর*- আল হাদিস
অপ্রিয় হলেও সত্য যে , কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত,,!? দলছুটদের দলবাজিতে তৃণমূলের নেতৃত্ব নেতা তৈরিতে কোনঠাসা,,,!
আর দলের মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাদীরা সামান্য লাভের আশায় দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতৃত্বকে দুর্বল করে দলছুটদের পেছনে জিন্দাবাদ দিয়ে-ই যাচ্ছে । ফলে সংসদ সদস্য প্রার্থী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব জায়গায় এমন কি ইউনিয়ন পর্যন্ত ভিন্ন আদর্শে লালিত-পালিত হয়ে বিএনপিতে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছে ।
আর যারা জন্মলগ্ন থেকে বিএনপি করে , জীবন বাজি রেখে সংগঠনকে সুসংগঠিত করতে জেল-জুলুম -নির্যাতন বহন করে যাচ্ছে তারা আজও নেতৃত্বের অগ্রভাগে আসতে পারেনি বরং তাদেরকে (পরগাছা) নিয়ে জিন্দাবাদ দিচ্ছে ,,,!? অথচ দেশে-বিদেশে বিভিন্ন অবস্থানে থাকা আমরা তৃণমূল তৃণমূল তুলে মুখে ফেনা তুলে যাচ্ছি ,,,!? কার্যত *যে লাউ সেই কদু*,,!?

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে , ঐ সমস্ত দলছুট আগত নেতাদের কে একদিনের জন্য ক্ষমতার বাহিরে রাখুন দেখবেন পরের দিন থেকে ওরা বিএনপির মহা সমালোচক হয়ে দলকে খাদে ফেলতে একটুও দ্বিধা করবে না ,,,!? অপরদিকে তৃণমূলের কোন বিএনপি ক্ষমতার স্বাদ না পেলেও মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য শুভ কামনা করে যাবে ,,,!? তাই দলের মধ্যে শুদ্ধি অভিযান না করে বৃহত্তর দল বলে আত্ম তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে একদিন হয়তো দল অস্তিত্বের সংকটে পড়ে অস্তিত্বহীন হয়ে পড়বে,,,!? তখন বড্ড বেশি দেরি হয়ে পড়বে , আফসোস করে কোন লাভ হবে না । তাই তো বলি *সময় থাকতে মনা হুঁশিয়ার*,,!!

পোস্ট শেয়ার করুন

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

আপডেটের সময় : ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

*সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও প্রচার কর*- আল হাদিস
অপ্রিয় হলেও সত্য যে , কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত,,!? দলছুটদের দলবাজিতে তৃণমূলের নেতৃত্ব নেতা তৈরিতে কোনঠাসা,,,!
আর দলের মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাদীরা সামান্য লাভের আশায় দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতৃত্বকে দুর্বল করে দলছুটদের পেছনে জিন্দাবাদ দিয়ে-ই যাচ্ছে । ফলে সংসদ সদস্য প্রার্থী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব জায়গায় এমন কি ইউনিয়ন পর্যন্ত ভিন্ন আদর্শে লালিত-পালিত হয়ে বিএনপিতে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছে ।
আর যারা জন্মলগ্ন থেকে বিএনপি করে , জীবন বাজি রেখে সংগঠনকে সুসংগঠিত করতে জেল-জুলুম -নির্যাতন বহন করে যাচ্ছে তারা আজও নেতৃত্বের অগ্রভাগে আসতে পারেনি বরং তাদেরকে (পরগাছা) নিয়ে জিন্দাবাদ দিচ্ছে ,,,!? অথচ দেশে-বিদেশে বিভিন্ন অবস্থানে থাকা আমরা তৃণমূল তৃণমূল তুলে মুখে ফেনা তুলে যাচ্ছি ,,,!? কার্যত *যে লাউ সেই কদু*,,!?

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে , ঐ সমস্ত দলছুট আগত নেতাদের কে একদিনের জন্য ক্ষমতার বাহিরে রাখুন দেখবেন পরের দিন থেকে ওরা বিএনপির মহা সমালোচক হয়ে দলকে খাদে ফেলতে একটুও দ্বিধা করবে না ,,,!? অপরদিকে তৃণমূলের কোন বিএনপি ক্ষমতার স্বাদ না পেলেও মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য শুভ কামনা করে যাবে ,,,!? তাই দলের মধ্যে শুদ্ধি অভিযান না করে বৃহত্তর দল বলে আত্ম তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে একদিন হয়তো দল অস্তিত্বের সংকটে পড়ে অস্তিত্বহীন হয়ে পড়বে,,,!? তখন বড্ড বেশি দেরি হয়ে পড়বে , আফসোস করে কোন লাভ হবে না । তাই তো বলি *সময় থাকতে মনা হুঁশিয়ার*,,!!