আপডেট

x


কুলাউড়ায় যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত | দেশদিগন্ত

শনিবার, ০৮ জুলাই ২০২৩ | ২:০০ অপরাহ্ণ | 40 বার

কুলাউড়ায় যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত | দেশদিগন্ত

কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার-৭ জুলাই, জেলা পরিষদ অডিটরিয়াম, কুলাউড়ায় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ৯ জুলাই, মৌলভীবাজার জেলা যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে, উপজেলা যুবলীগের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন। পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত,বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডঃ রেজাউল কবির রকি,বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ সানজিদা মহসিন,সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি, উপজেলা যুবলীগের (১ম) যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মনি,সহ বক্তব্য রাখেন আরো অনেকেই।



সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগ সহ পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতাকর্মীরা। প্রধান অতিথি বক্তব্যে বলেন যুবলীগর পদ-পদবী ব্যবহার করে ‘পকেট ভারী’ করা বা কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রফিকুল আলম জোয়ার্দার সৈকত, আরো বলেন সাংগঠনিক পদকে পুঁজি করে পকেট ভারী, ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যাবে না। এই পদ-পদবী কোনো চাঁদাবাজি বা অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।”

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com