ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা

কুলাউড়ার হাজীপুরে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্য

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / ৪৫৯ টাইম ভিউ

 


বিদ্যুৎস্পর্শে মকবুল আলী (লোন) ৫৫ মৃত্যু হয়েছে। নিহত মকবুল আলী (লোন) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও( বনগাঁও) গ্রামের বাসিন্দা ।

আজ ১৯ জুন ( শুক্রবার) দুপুরের দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে ।
পাশে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে ফিটিংয়ের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মকবুল আলী (লন)
“ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন”
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৫৫ ।
অদ্য দুপুরে এ দূর্ঘটনা ঘটে বলে সোস্যাল মিডিয়া ফেসবুক স্টেটাস দেন পার্শ্ববর্তী ওয়ার্ডের বিশিস্ট সংগঠক রহমান খাঁন ।

বাড়ির পাশেই সংযোগ মেরামত করতে গিয়ে অসাবধাণতাবসত বিদ্যুৎস্পর্শে মকবুল আলী ( লন) অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে , বিদ্যুৎস্পর্শে উনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন,
তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।
তিনি পিরের বাজার ইসলামি সমাজ কল্যাণ সংস্হার একজন সক্রিয় কর্মি ছিলেন ।
তার মৃত্যতে সামাজিক সংগঠন বন্ধন সোসাইটি হাজীপুর- চান্দগাঁও একতা যুবসংঘ ,আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীপুর ইউনিয় শাখা,পিরের বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্হা সমবেদনা জ্ঞাপন করে।
ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র উপদেস্টা – কুয়েতস্হ সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টীর সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য শেখ নিজামুর রহমান টিপু বলেন উনার মৃত্যতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । উনার বিদেহী আত্মার শান্তী কামনা করছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ।

 

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ার হাজীপুরে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্য

আপডেটের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

 


বিদ্যুৎস্পর্শে মকবুল আলী (লোন) ৫৫ মৃত্যু হয়েছে। নিহত মকবুল আলী (লোন) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও( বনগাঁও) গ্রামের বাসিন্দা ।

আজ ১৯ জুন ( শুক্রবার) দুপুরের দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে ।
পাশে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে ফিটিংয়ের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মকবুল আলী (লন)
“ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন”
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৫৫ ।
অদ্য দুপুরে এ দূর্ঘটনা ঘটে বলে সোস্যাল মিডিয়া ফেসবুক স্টেটাস দেন পার্শ্ববর্তী ওয়ার্ডের বিশিস্ট সংগঠক রহমান খাঁন ।

বাড়ির পাশেই সংযোগ মেরামত করতে গিয়ে অসাবধাণতাবসত বিদ্যুৎস্পর্শে মকবুল আলী ( লন) অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে , বিদ্যুৎস্পর্শে উনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন,
তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।
তিনি পিরের বাজার ইসলামি সমাজ কল্যাণ সংস্হার একজন সক্রিয় কর্মি ছিলেন ।
তার মৃত্যতে সামাজিক সংগঠন বন্ধন সোসাইটি হাজীপুর- চান্দগাঁও একতা যুবসংঘ ,আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীপুর ইউনিয় শাখা,পিরের বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্হা সমবেদনা জ্ঞাপন করে।
ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র উপদেস্টা – কুয়েতস্হ সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টীর সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য শেখ নিজামুর রহমান টিপু বলেন উনার মৃত্যতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । উনার বিদেহী আত্মার শান্তী কামনা করছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ।