কুলাউড়ার রাউৎগাঁও সন্ত্রাসী হামলার শিকার তিন নারী

- আপডেটের সময় : ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ৫০১ টাইম ভিউ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ববাসীর মতো বাংলাদেশও আতংন্কে আছে, প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগির সংখ্যা, সবাই যখন শংকিত কি হবে বাংলাদেশের ভবিষৎ,
তখনই মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নে সন্ত্রাসী হামলায় তিনজন নারী গুরুতর আহত হয়েছেন ।
গুরুতর আহত এই তিন নারী সোমবার বিকেল তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামে সোমবার দুপুরে হঠাৎ ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রবেশ করে ভূমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র -সস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন রাজনা বেগম (৩৫), আয়েশা বেগম( ২৮), গয়া বিবি (৬৫)।
হাসপাতালে সরজমিন গিয়ে আমাদের প্রতিবেদক দেখে যে তিনজন নারীর পুরো শরীরে এলোপাতাড়ি দায়ের কুপের আঘাত রয়েছে।
রাজনা বেগমের মাথায় দায়ের কুপ রয়েছে ও আয়েশা বেগমে গালে ও হাতে দায়ের কুপের আঘাত ও আহত বৃদ্ধা গয়া বিবির মাথা ও হাতে গুরুতর জখম রয়েছে।
গুরুতর আহতরা জানান, জমি দখলের উদ্দেশ্যে কৌলা গ্রামের আঙ্গুর মিয়ার স্ত্রী আজিবুন, সাদেক, ফখরুল, নাঈম,মইজুল মিয়া,টুনি, ফাহমিদা ও সিপারের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাদের ওপর এই হামলা করে। এমনকি হামলার পরিকল্পনাকারী সিপারের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে । সে তিন বছর জেল খেটে বেরিয়ে আসার পর থেকে আবার এলাকায় উৎপাত শুরু করেছে।
এদিকে গুরুতর আহত রাজনা বেগমের স্বামি ফয়জুল ইসলাম হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে সঠিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। রাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এর মুটোফোনে কল দিয়ে উনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়,
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ এহসান আহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, তিন জনই গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পুলিশ পরিদর্শন করেছি। আইন অনুযায়ী ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।