দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্রিউলী গ্রামের ফারজান আলী’র ছেলে মোঃ লোকুস মিয়া তার তিন মাস বয়সে অগ্নিদগ্ধ হয়ে হাতে এই আবস্থা হয়ে যায়.আজ সে ১৭/১৮ বছরের কিশোর । দরিদ্র সীমানার নীচে পরিবারের অবস্তা থাকার কারনে সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেনি তার পরিবার ।
গত ০৪/০১/২০১৯ ইং তারিখে কুলাউড়ার রবিরবাজার থেকে ছেলেটিকে নিয়ে শ্রীমঙ্গল এর তুহীন চৌধুরী একটি ভিডিও পোষ্ট করার পর অনেকেই পোস্ট শেয়ার করার কারণে মানবতার অন্যতম ফেরিওয়ালা গরিব এন্ড এতিম ট্রষ্ট ফান্ডের চেয়ারম্যান জনাব ছালেহ আহমেদ হামিদী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি তাহার চিকিৎসা বাবত আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন ।আজ তা বাস্তবায়ন হচ্ছে
টাট্রিউলী বাজার জামে মসজিদের সম্মানিত মুসল্লীগন ও পরিবার সদস্যের উপস্থিতিতে তাহাকে ঢাকায় উন্নত চিকিৎসার নেওয়ার জন্য প্রস্তুতি…….।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com