আপডেট

x


কুলাউড়ায় বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিলো জাতীয় তরুন সংঘ কুলাউড়া

সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ১:৫৭ পূর্বাহ্ণ | 215 বার

কুলাউড়ায় বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিলো জাতীয় তরুন সংঘ কুলাউড়া

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ১ শতাধিক পরিবারের মা‌ঝে বিতরণ ক‌রেছে জাতীয় তরুন সংঘ।

পৌর শহরের বিভিন্ন এলাকায় অসহায় মানুষ‌দের এ খাদ্য সামগ্রী বিতরণ করে প্রাচীনতম এই সংগঠনটি।



বিকেলে সংঠনের সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দেব ও সদস্য বৃন্দরা নিজে গিয়ে বাসায় বাসায় ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মুশ‌রি ডাল, ১ কেজি লবন ও ১টা সাবানসহ প্রতি ব্যাগে মোট ১২ কেজি খাদ্য সামগ্রী পৌছে দেন।

জাতীয় তরুন সংঘের সভাপতি আবুল খয়ের ফয়ছল জানান দেশে বিদেশে থাকা আমাদের সংঘঠনের সদস্য‌দের সহযোগিতায় আমাদের এ আয়োজন। ক‌রোনা ভাইরা‌সে বর্তমান এপ‌রি‌স্থি‌তি‌তে আমা‌দের সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রি। আগামী‌তেও বিপদ গামী মানু‌ষের জন্য এ খাদ্য সামগ্রী অব্যাহত থাক‌বে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com