কুলাউড়ায় নির্মাণ শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ
- আপডেটের সময় : ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ৪৫৫ টাইম ভিউ
মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক কল্যান ইউনিয়ন (২৩৬৮) কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে ২২ মে চৌমুহোনী কার্যালয়ে উপজেলার ১৩৫ জন শ্রমিককে নগদ অর্থ প্রদান করা হয়। এর মধ্যে ৭ টি ইউনিয়নে ৫ জন করে ৩৫ শ্রমিককে ৫০০ টাকা করে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ এবং তিনি নিজের পক্ষ থেকে শ্রমিকদের নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।
সংগঠনের সভাপতি মোঃ মুক্তার বলেন, শ্রমিকরা এ দেশের সম্পদ। এই মহামারি করোনার দূর্যোগে কাজ বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন হয়ে বিপাকে রয়েছেন। নির্মাণ শ্রমিকদের প্রতি সুদৃষ্টি দেয়ার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানা।
অর্থ বিতরনে উপস্থিত ছিলেন অর্থ সহযোগিতাকারী ঠিকাদার কামরুজ্জামান জুয়েন, ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সাংবাদিক নাজমুল বারী সোহেল, নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন কুলাউড়ার সাধারণ সম্পাদক আক্তার আলী সেবু, সহ সভাপতি শফিক মিয়া, লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল,কোষাধ্যক্ষ সম্পাদক শিবলু আহমেদ প্রমুখ। এসময় সংগঠনের পক্ষ থেকে পৌর মেয়রের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের সদস্যরা।