কুলাউড়ায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

- আপডেটের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ৫১৫ টাইম ভিউ
এমদাদুর রহমান: কুলাউড়া উপজেলা শহরের উত্তরবাজারে সর্বাধুনিক প্রযুক্তির ডিজিটাল মেশিনারিজ নিয়ে ‘হেলথ কেয়ার ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
উত্তরবাজারস্থ এমআরকে শফিং সেন্টারের ২ তলায় বুধবার দুপুরে ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সকল কর্মকর্তা, কুলাউড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক। সেন্টারের চেয়ারম্যান ব্যবসায়ী খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক, কুলাউড়া ব্যবসায়ীর কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক মো: খালেদ পারভেজ বখশ, পরিচালক ডাঃ বিপুল চক্রবর্তী, ডাঃ বিজন মল্লিক, নির্মাল্য মিত্র সুমন, সুজিদ দে, মান্না করিম, পাপন গোস্বামী,টিটু দাস, সামছুল ইসলাম, মিহির কান্তি ভট্টাচার্য্য, সাংবাদিক এস আর অনি চৌধূরী প্রমুখ।