আপডেট

x


কুলাউড়ায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির খেলোয়াড় বাছাই শুরু

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ১২:৫৮ পূর্বাহ্ণ | 541 বার

কুলাউড়ায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির খেলোয়াড় বাছাই শুরু

কুলাউড়ায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির খেলোয়াড় বাছাই

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রশিক্ষণের জন্য ফুটবলার বাছাইয়ে নেমেও পড়েছে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি। উপজেলার সকল ইউনিয়ন থেকে ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে প্রাচিনতম নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাটে।
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয় আজ রোববার(২৯ নভেম্বর) সকালে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলা চেয়ারম্যান শফি আহমদ সলমান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ হোসেন টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সাইফুর রহমান মনি, জালাল উদ্দিন, বাফুফে’র কোচ মিজানুর রহমান, আবুল হোসেন, মাদকাসক্তি ব্যবস্থাপনা কেন্দ্রের চেয়ারম্যান নাজমুল ইসলাম লিটন।
ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারন সম্পাদক এনামুল ইসলাম এনাম , সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, এন সি মডেল সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন প্রমুখ।



স্বাগত বক্তব্য রাখেন জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির পরিচালক শফিক মিয়া আফিয়ান, কাবুল পাল প্রমুখ। পরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচগণ ফুটবল একাডেমির বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com