আপডেট

x


কুলাউড়ায় আজ আরো ৯ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৮

বুধবার, ০১ জুলাই ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ | 292 বার

কুলাউড়ায় আজ আরো ৯ জন করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৮
কুলাউড়ায় আজ আরো ৯ জন করোনা শনাক্ত, এ নিয়ে মোট আক্রান্ত ৯৮

কুলাউড়ায় আজ মঙ্গলবার (৩০জুন) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আরো ৯ জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন, বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
তারা জানান সকালে নতুন করে এই পজেটিভ রিপোর্ট আসে,এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি স্টাফ গুরাভুই এলাকার ১ জন, নর্তন এলাকার ১ জন, মিনারমহল এলাকার ১ জন, রামপাশা এলাকার ১ জন, উছলাপাড়াস্থ এনজিও আশা অফিসের স্টাফ ১ জন, কুলাউড়া পলি ক্লিনিকের স্টাফ ১ জন, পালগ্রামের ১ জন, বিছরাকান্দির ১ জন ও হাজিপুরের হরিচকের ১ জন সহ মোট নয় জন আক্রান্ত হয়েছেন।
এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৯৮ জনে,এর মধ্যে ৫৩ জন সুস্থ হয়েছেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com