আপডেট

x


কুয়েতে সাংস্কৃতিক অঙ্গনের নৃত্য শিল্পী ওয়ার্দি পাল স্হায়ী বসবাসের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

শুক্রবার, ২১ জুলাই ২০২৩ | ২:৪৯ পূর্বাহ্ণ | 71 বার

কুয়েতে সাংস্কৃতিক অঙ্গনের নৃত্য শিল্পী  ওয়ার্দি পাল স্হায়ী বসবাসের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে  সংবর্ধনা

গত শুক্রবার (১৪ জুলাই) ফাহাহিল সিটির একটি রেস্তোরাঁয় জালালাবাদ এসোসিয়েশন কুয়েত এর আয়োজনে কুয়েতের সাংস্কৃতি অঙ্গনে প্রায় এক দশক ধরেনিয়মিত বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে নৃত্যে নেতৃত্ব দেওয়া ওয়ার্দি পালকে সংবর্ধনা দেয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন। সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবেদের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফয়সল আহমেদ,হারুন মিয়া, সহ সভাপতি মো: আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান টিটু,যুগ্ম আহবায়ক শামসুল আলম প্রমুখ।



বক্তারা জনপ্রিয় নৃত্যশিল্পী ওয়ার্দি পালের বিনোদনমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ ওয়ার্দি পাল। সে একজন গুণী শিল্পী, নৃত্যতে ওয়ার্দি পাল সবার মন জয় করে একটা জায়গা করে নিয়েছেন।তার এই বিদায় কুয়েত সাংস্কৃতিক অঙ্গনে পুরন হবার নয়।

সংবর্ধিত অতিথি ওয়ার্দি পাল তার বক্তব্যে বলেন কুয়েত থেকে স্হায়ী বসবাসের জন্য লন্ডনে যাচ্ছি, ওখানে গেলেও আপনাদের কথা মনে রাখবো, কুয়েত আমার বেড়ে সেই সব স্হৃতি আমার হৃদয়ে নাড়া দিবে। কুয়েত কে আমি খুব মিস করবো আপনাদের সহযোগিতা আমার স্হৃতিতে থাকবে, সবাই আমার জন্য আর্শীবাদ করবেন ,ওয়ার্দি বলেন, মা-বাবা ও ভাই-বোন এখানেই আপনাদের মাঝেই রেখে যাচ্ছি, তাদের দেখে রাখবেন।

অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি কমিউনিটি সহ  নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেটের মৌলভীবাজার সদরের মেয়ে, কুয়েতে জন্ম নেওয়া ওয়ার্দি পাল কুয়েতের ফাহাহিল এলাকার এক বাসায় মা-বাবা ও ভাই-বোন নিয়ে বসবাস করে আসছিলেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com