কুয়েতে করোনা কে জয় করলেন বিএনপি নেতা সোয়েব আহমেদ
- আপডেটের সময় : ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ৪৫৫ টাইম ভিউ
করোনা কে জয় করলেন কুয়েত বিএনপির সাবেক সহ সভাপতি সোয়েব আহমেদ
কুয়েত বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান কুয়েত বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য বাংলাদেশ কমিউনিটির সর্বজন প্রিয় ও শ্রদ্ধাভাজন সোয়েব আহমেদ গত ১৬ দিন আগে অসুস্থবোধ করে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন উনাকে চেক করার পর করোনা পজেটিভ ধরা পড়লে উনাকে করোনা “ আইসেলশন সেন্টার মোশরেফ” চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
তখন দলীয় এবং বাংলাদেশ কমিউনিটির সকলেই সর্বধা খোঁজখবর রাখেন ।
জনাব সোয়েব আহমেদ আজ দুপুর ১২ টার সময় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে আসেন, উনার সাথে আলাপকালে দেশদিগন্ত কে বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাকে হেফাজত করেছেন,এবং দোআ করি বিশ্বের মানবসমাজ কে হেফাজত করেন । আরো বলেন কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবন্দরা ও আমার প্রানের সংগঠন জাতীয়তাবাদী দলের সবাই সহ বন্ধু-বান্ধব এবং শুভাকাংখিরা সবসময় যেভাবে খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি ।
তিনি বলেন এই রোগ নিয়ে এত আতঙ্কের কিছু নেই, এই রোগের প্রতিরোধে সচেতন হওয়াই এখন পর্যন্ত কার্যকর উপায়। এ জন্য ঘন ঘন সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, প্রতিদিন দুই/তিনবার একটা লেবু এবং সাথে আদা- লং- ডালচিনি- তেজপাতা সামান্য পরিমান হলুদ ও লবন দিয়ে পানি ২০/২৫ মিনিট গরম করার পর পান করলেই উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ । তবে কোনভাবেই যেনো অবহেলা না করা হয়,এসব উপসর্গ দেখা দিলে দেরী না করে হাসপাতাল যাওয়া উচিত বলে মনে করেন ।