কুয়েতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর হার দিন দিন বাড়ছে। বেশির ভাগ প্রবাসী বাংলাদেশীরা হৃদরোগ সহ বিভিন্ন মানসিক চাপে মৃত্যুবরণ করছেন। এমন কি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার মত ঘটনাও ঘটেছে। গত ২১ জুন দীর্ঘদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুড়িগ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলাম ভূইয়া (৫৫) হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন কুয়েতের সালমিয়া এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছেন।
গতকাল ২৩ জুন বিকালে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা কুয়েত হাসাবিয়া এলাকার হযরত শাহজালাল (রঃ) হজ্জ কাফেলার পরিচালক মাওলানা আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর লাশ দেশে পাঠানো হবে বলে আশা করা যাচ্ছে। তবে করোনা ভাইরাসে মৃত্যুবরণ কারী শহিদুল ইসলাম ভূইয়ার লাশ কুয়েতে দাফন করা হবে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com