আপডেট

x


কুয়েতে ঈদের কেনাকাটা শেষ মূহুর্তে ভালই জমে উঠেছে

রবিবার, ২৫ জুন ২০১৭ | ১২:০৬ পূর্বাহ্ণ | 1336 বার

কুয়েতে ঈদের কেনাকাটা শেষ মূহুর্তে ভালই জমে উঠেছে

মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে পবিত্র রমজানের শেষ মূহুর্তে জমে উঠছে কেনাকাটার ধুম। বিভিন্ন বিপনি বিতান গুলোতে রাতবিরাতে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সরেজমিনে কুয়েত সিটিসহ বিভিন্ন বাংলাদেশী মালিকাধীন সুপার মার্কেট ও বিপনি বিতাণে দিনের বেলা ক্রেতা সমাগম কম হলে রাতে ইফতারি ও তাহরাবির নামাজের পর বিপুল ক্রেতাদের আগমন হয় বলে বেশ কয়েক জন বাংলাদেশী মালিকানাধীন বিপণী বিতাণের মালিকরা জানিয়েছেন।

বাংলাদেশী অধ্যুষিত কুয়েতের হাসাবিয়া নামক স্হানে বেশ কয়েকটি বাংলাদেশী কাপড়ের দোকানে গিয়ে দেখা গেছে প্রবাসী বাঙ্গালিরা অনেকের পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা ও ছোট ছোট বাচ্চাদের আবদার মেটাতে ব্যস্ত। তবে অন্যান্য বছরের ন্যায় এ বছর পাঞ্জাবী ও পায়জামা টুপি  বেশি বিক্রি হচ্ছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।রমজান ও ঈদের জন্য কুয়েতের লুলু হাইপার মার্কেট,সিটি সেন্টার,গালফ্ মার্কেট বিভিন্ন কো-অপারের্টিব সেন্টার গুলোতে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জামা,কাপড়, জুতা ও কসমেটিকের উপর বিশেষ ছাড় বা অফার চলছে। এমন কি ফলমূল সাক সবজী, তরকারি, কসমেটিক,তৈজসপত্র ও মোবাইলে চলছে। এতে প্রবাসী বিভিন্ন দেশের সাধারন শ্রমিকদের কেনাকাটায় বেশ উৎসাহ দেখা গেছে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com