দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ১২ বছর বয়সী কিশোর মোহাম্মদ সাদকে বলাৎকার শেষে হত্যার দায়ে ফায়ারিং স্কোয়াডে দুই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইয়েমেনের বন্দর নগরী এডেনে কয়েক শত মানুষের সামনে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ফায়ারিং স্কোয়াডে হত্যা করা দুই যুবকের নাম ওয়াদাহ রেফাত (২৮) ও মোহাম্মদ খালেদ (৩১) ।
জানা যায় তারা ১২ বছর বয়সী মোহাম্মদ সাদকে বলাৎকার শেষে হত্যা করে অভিযুক্তরা। এ অভিযোগে তাদের বিরুদ্ধে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়া হয়। গত বছর মে মাসে তারা ওই বালকটির সঙ্গে এ জঘন্য অনৈতিক কাজ করে।
ওই বালকটি রেফাত ও খালেদের একজনের বাড়ির কাছেই খেলছিল ঘটনার সময়। তখন তাকে তাদের একজন একটি ভবনের ভিতর নিয়ে যায় টেনে হিঁচড়ে। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালায়। এক পর্যায়ে সাদ সাহায্যের জন্য কান্না শুরু করে। এ সময় ওই দুই যুবকের একজন একটি ছুরি নিয়ে যায় এবং সাদের গলা কেটে ফেলে।
নিহত সাদের মৃতদেহ লুকিয়ে ফেলায় সাহায্য করার জন্য অভিযুক্তদের এক আত্মীয়া (৩৩) কেও মৃত্যুদন্ড দেয়া হয়েছে। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com