আপডেট

x


কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে মাদক নিয়ে সেমিনার ও চারা বিতরণ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ | ১০:০৫ অপরাহ্ণ | 180 বার

কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে মাদক নিয়ে সেমিনার ও চারা বিতরণ
কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামে মাদক বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কর্মধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওর্য়াডের সদস্য লায়লা বেগমের বাড়ীতে দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন প্রবীণ, প্রতিবন্ধী ও  স্থানীয় যুবকরা। সকালে সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য লায়লা বেগম। প্রশিক্ষণের উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। তিনি মাদকের ইতিহাস, ভয়াবহতা, মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংসের দিক তুলে ধরেন। এসব থেকে দূরে থাকা, মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে আমাদের করণীয় কি তাও তুলে ধরে তিনি প্রশিক্ষণার্থীদের দিক নির্দেশনা দেন। সবশেষে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ৫টি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।#

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com