কারিতাসের আয়োজনে প্রতিবন্ধী নারীর ক্ষমতায়নে সভা
- আপডেটের সময় : ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ৪০১ টাইম ভিউ
কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানে প্রতিবন্ধী নারীর ক্ষমতায়নের জন্য উন্নয়ন ফোরামের পরিসেবা ও উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ কার্যক্রমে অংশ নেন প্রতিবন্ধী নারী উন্নয়ন ফোরামের সদস্যগণ। সকালে নিবন্ধন, সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এ পর্বে সহযোগিতা করেন নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মাধবী অলমিক। স্বাগত বক্তব্য দেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি বৃষ্টি কৈরী। প্রশিক্ষণের উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। তিনি হস্তশিল্প ও কারিগরী শিক্ষা বিষয়, কিশোর -কিশোরীদের শারীরিক পরিবর্তন ও তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়বস্তুু নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি মাসিক কর্ম পরিকল্পনা তুলে ধরেন। আলোচনায় আরও অংশ নেন নারী উন্নয়ন ফোরামের সদস্য পূর্ণিশ অলমিক। সমাপনী বক্তব্য দেন নারী উন্নয়ন ফোরামের সদস্য রজনী কাচুয়া। আলোচকরা অংশগ্রহণকারীদের সার্বিক দিক নির্দেশনা দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।#