আপডেট

x


কারিতাসের আয়োজনে করোনা থেকে সুরক্ষা ও স্বাস্থ্যবিধি পালনে সচেতনতামূলক সেমিনার

বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ | 175 বার

কারিতাসের আয়োজনে করোনা থেকে সুরক্ষা ও স্বাস্থ্যবিধি পালনে সচেতনতামূলক সেমিনার

স্টাফ রিপোর্টারঃ কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া চা-বাগানে ‘করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা করা এবং স্বাস্থ্যবিধি পালন বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন প্রবীণ, প্রতিবন্ধীসহ বিভিন্ন বয়সের বাসিন্দারা। সকালে নিবন্ধন, সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন পাতাকুড়ি ক্লাব সভাপতি উদয় শংকর কৈরী। সভার উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। এসময় তিনি সকলের উদ্দ্যেশে করোনা ভাইরাসের লক্ষণ, উপসর্গ কি, কিভাবে করোনা ভাইরাস ছড়ায় এবং করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় দিক নিয়ে আলোচনা করেন। প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ঠিক নিয়মে হাত পরিস্কার করা, সাবান দিয়ে হাত দোয়া, সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করলে তা প্রতিরোধ সম্ভব। শীতকালে করোনা বাড়তে পারে তাই সকলকে আরও সর্তক থাকতে হবে এবং নিজেকে মানসিক চাপ মুক্ত রাখতে করনীয় বিষয়েও তিনি পরামর্শ দেন। তাছাড়া করোনা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায়গুলোও যথাযথভাবে তুলে ধরেন। শেষ পর্যায়ে সভার মূল্যায়ন ও সমাপনী আলোচনায় অংশ নেন কর্মধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩ নং ওয়ার্ড সদস্য লক্ষী রাণী গোয়ালা ও প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং।#



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com