আপডেট

x


কাবুলে টিভি স্টেশনে বন্দুকধারীদের হামলা, হতাহতের আশঙ্কা

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০১৭ | ৩:০৫ অপরাহ্ণ | 871 বার

কাবুলে টিভি স্টেশনে বন্দুকধারীদের হামলা, হতাহতের আশঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাইভেট টেলিভিশন স্টেশনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। আফগান কর্মকর্তারা বলছেন, একটি বিস্ফোরণের পর ওই বন্দুকধারীরা ভবনটির ভেতর ঢুকে পড়ে। খবর রয়টার্সের।চ্যানেলটির টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, এ ঘটনায় কয়েকজন হতাহত হয়েছে। ওই টুইটে বলা হচ্ছে, ভবনটির ভেতর থাকা স্টাফরা জানিয়েছে যে, দুই থেকে পাঁচজন মারা গিয়েছে।

সামসাদ টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ফয়সাল জালান্দ বলেছেন, তিনি নিরাপত্তা ক্যামেরা দিয়ে তিনজনকে ভবনের ভেতর ঢুকতে দেখেছেন। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীকে গুলি করে পরে ভবনে ঢুকে পড়ে। এরপর তারা গ্রেনেড ছুড়ে বন্দুক হামলা চালাতে শুরু করে।এদিকে হাসমাত স্তানকজাই নামের আরেক রিপোর্টার বলেন, আমার কয়েকজন সহকর্মী মারা গেছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আমি পালাতে সক্ষম হয়েছি।কাবুল পুলিশের মুখপাত্র বাশির মুজাহিদ বলেছেন, এই ঘটনায় হতাহতের ব্যাপারে আশঙ্কা করা হচ্ছে। তবে সেই সংখ্যাটা কত তা স্পষ্ট নয়।তিনি বলেছেন, টেলিভিশন স্টেশনের গেইটে বিস্ফোরণ ঘটিয়ে বন্দুকধারীরা ভবনটির ভেতর ঢুকে পড়ে। একজন হামলাকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করতে সক্ষম হয়েছে। তবে বাকি বন্দুকধারীরা হাত বোমা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। হামলার পর পশতু ভাষার সামসাদ টেলিভিশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে শুধু স্থিরচিত্র দেখানো হচ্ছে।ওই হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে।ভবনটির ভেতর একশো জনের বেশি কর্মী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।সাংবাদিকদের ওপর এর আগেও দেশটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। তখন দেশটিতে সবচেয়ে বড় প্রাইভেট টেলিভিশন স্টেশন টেলো টেলিভিশনে হামলায় সাত সাংবাদিক নিহত হয়।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com