আপডেট

x


কানাডা থেকে জাপান গেলেন প্রধান বিচারপতি

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ১২:৫৯ পূর্বাহ্ণ | 923 বার

কানাডা থেকে জাপান গেলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন। সুপ্রিমকোর্টের একটি সূত্র বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধান বিচারপতি কানাডা থেকে সোমবার জাপান গেছেন। জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে সেখানে  রয়েছেন তিনি। এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডার উদ্দেশে ঢাকা  ত্যাগ করেন গত ৮ সেপ্টেম্বর রাতে। এতদিন প্রধান বিচারপতি কানাডায় অবস্থানরত অসুস্থ মেয়ের কাছে ছিলেন।

জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেবেন সুরেন্দ্র কুমার সিনহা। এ সম্মেলন শেষে তিনি ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।



জাপানে প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী সুষমা সিনহা ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com