আপডেট

x


কানাডায় চলছে ১৩তম টরন্টো বাংলা বইমেলা

রবিবার, ০৭ জুলাই ২০১৯ | ১২:১৫ অপরাহ্ণ | 358 বার

কানাডায় চলছে ১৩তম টরন্টো বাংলা বইমেলা

আলোকে আঁধার হোক চুর্ণ’ এই শ্লোগানে শুরু হয়েছে কানাডায় ‘১৩তম টরন্টো বাংলা বইমেলা ২০১৯’। শনিবার ৬ জুলাই এর উদ্বোধন করেছেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

এসময় বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। এছাড়া আরো ছিলেন অনন্যা প্রকাশের মনিরুল হক, অন্বয় প্রকাশের স্বত্বাধিকারী শিশু সাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, সন্দেশ প্রকাশ’র লুৎফুর রহমান, নিউইয়র্কের কবি আব্দুল্লাহ আল হাসান, শেলী জামান, ওয়াশিংটন ডিসির লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ। লেখক জসিম মল্লিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শান্তা রহমান এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে শুকণ্যা নৃত্যাঙ্গনের শিল্পীরা।
বইমেলায় ষ্টল নিয়ে অংশগ্রহণ করেছে অনন্যা প্রকাশ, অন্বয় প্রকাশ, প্রথম আলো উত্তর আমেরিকা, কথা প্রকাশ, সন্দেশ প্রকাশ সহ কানাডার কয়েকটি প্রকাশনী সংস্থা। ১৩তম টরন্টো বাংলা বইমেলার উদ্বোদনের পূর্বে টরন্টোর ডানফোর্থ রোডের উপর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।



উদ্বোধনী বক্তব্যে বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠতম ভাষা। এই ভাষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বইমেলার মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্ম ‘জয় বাংলা’ শ্লোগানে সারাবিশ্বে মাথা তুলে দাঁড়াবে।

উল্লেখ্য, দুইদিনব্যাপী এ বইমেলা শেষ হচ্ছে ৭ জুলাই।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com