আপডেট

x


” কানাইঘাট জালালিয়া স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত “

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | ৬:০৮ অপরাহ্ণ | 878 বার

” কানাইঘাট জালালিয়া স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত “

সিলেট ব্যুরো : কানাইঘাট উপজেলার ৯নং রাজাগন্জ ইউনিয়নের ফালজুর জালালিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফালজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বিকাল ৪ঘটিকার সময় এক ফুটবল টুর্নামেন্ট ২০১৯ “ভাটির ফৌদ নতুনকুড়ি স্পোটিং ক্লাব “বনাম “গাছবাড়ী ভাই ভাই স্পোর্টিং ক্লাব “এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফখর মেম্বারের সভাপত্বিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন রাজাগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম,কে,এ,শিকদার একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ইসমাইল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব বিলাল আহমদ সাবেক সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য এমাদুর রহমান, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা দ্বিপন চন্দ্র নাথ।



খেলায় ভাটির ফৌদ নতুনকুড়ি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে গাছবাড়ী ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ধারাভাষ্য পরিচালনা করেন সিলেট জেলা ধারাভাষ্যকার সমিতির সদস্য হাছান।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২০ হাজার ফুটবল প্রেমী খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন অর্জনকারী ভাটির ফৌদ নতুন কুড়ি স্পোটিং ক্লাবের টিম ম্যানেজার ব্যাংকার মো: ফখরুল ইসলাম প্রধান অথিতির কাছ থেকে একটি ওয়ালটন ফ্রিজ গ্রহন করে

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com