কানাইঘাট উপজেলা আ.লীগের নেতৃত্বের ভার পেলেন লুৎফুর-সিরাজ

- আপডেটের সময় : ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ৪৮৫ টাইম ভিউ
কানাইঘাটথেকে নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৮ বছর পর সিলেটের কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) কানাইঘাট পূর্ব বাজারে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনে সমঝোতার মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি পদে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা আহমদ হোসেন।
সম্মেলনে সিলেট জেলা ও মহানগর এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।