ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা

কানাইঘাট আওয়ামীলীগের সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রনেতা শামীম

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / ৩৮৯ টাইম ভিউ

কানাইঘাট( সিলেট) থেকে নিজস্ব প্রতিনিধি :-
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বহু প্রত্যাশিত ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তেমন করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নবীন-প্রবীণ অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সম্মেলনে সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক তুখোড় ছাত্রনেতা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জেলা যুবলীগের অন্যতম সদস্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী আব্দুল হেকিম শামীম। বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক রাজনীতিতে এসেছেন ছাত্রলীগের মাধ্যমে। বর্তমান সময়ের যুবনেতা আব্দুল হেকিম শামীম কানাইঘাট উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।

দলের সর্বস্তরের নেতাকর্মী এ ক্ষেত্রে তাকে কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য ব্যাপক উৎসাহ দিচ্ছেন।

জানা যায়, আব্দুল হেকিম শামীম ছাত্র থাকাকালীন অবস্থায় ১৯৮৮ -৮৯ সনে এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হিসেবে ১৯৯২ সালে প্রথমে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সদস্য পদে মনোনীত হন। এরপর ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজপথের লড়াকু নেতৃত্ব দেওয়ায় তার বলিষ্ট টান্ডা মাথার নেতৃত্বের জন্য ১৯৯৮ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনোনীত হন আব্দুল হেকিম শামীম। ২০০৪ সালে জেলা যুবলীগের সদস্য হিসেবে যুবলীগের নেতৃত্ব দেন দীর্ঘদিন। সেই সাথে কানাইঘাটের যুবলীগকেও সুসংগঠিত করেন তিনি।

২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রমে সক্রীয় অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য অদ্যবধি তিনি কাজ করে যাচ্ছেন। চলতি বছর কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ সাবেক ছাত্রনেতা। এছাড়া আব্দুল হেকিম শামীম ১৯৯২-৯৪ পর্যন্ত কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯৯ সালে এম.সি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কানাইঘাট শাখার সভাপতি দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে আব্দুল হেকিম শামীম বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পরে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, কানাইঘাট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও সিলেট এম.সি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

কানাইঘাট সদর ইউপির গৌরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের গর্বিত সন্তান হচ্ছেন আব্দুল হেকিম শামীম।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে আব্দুল হেকিম শামীম তার এক প্রতিক্রিয়ায় বলেন, আজীবন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত প্রতিটি কর্মসূচী ও নির্বাচনে দলীয় সিন্ধান্তের পক্ষে কাজ করে গেছেন। দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে কখনো কোন ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন না। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতি ও দলের আদর্শ পরিপন্থি কোন কিছু তাকে স্পর্শ করতে পারেনি।

তিনি বলেন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে হলে সাধারণ সম্পাদক পদে তরুণ নেতৃত্ব প্রয়োজন। দলের নেতাকর্মীরা সেটা প্রত্যাশা করেন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্খি ও সম্মেলনের কাউন্সিলদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন

পোস্ট শেয়ার করুন

কানাইঘাট আওয়ামীলীগের সম্পাদক প্রার্থী সাবেক ছাত্রনেতা শামীম

আপডেটের সময় : ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

কানাইঘাট( সিলেট) থেকে নিজস্ব প্রতিনিধি :-
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের বহু প্রত্যাশিত ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তেমন করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নবীন-প্রবীণ অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সম্মেলনে সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাবেক তুখোড় ছাত্রনেতা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জেলা যুবলীগের অন্যতম সদস্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের পছন্দের প্রার্থী আব্দুল হেকিম শামীম। বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক রাজনীতিতে এসেছেন ছাত্রলীগের মাধ্যমে। বর্তমান সময়ের যুবনেতা আব্দুল হেকিম শামীম কানাইঘাট উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।

দলের সর্বস্তরের নেতাকর্মী এ ক্ষেত্রে তাকে কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য ব্যাপক উৎসাহ দিচ্ছেন।

জানা যায়, আব্দুল হেকিম শামীম ছাত্র থাকাকালীন অবস্থায় ১৯৮৮ -৮৯ সনে এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হিসেবে ১৯৯২ সালে প্রথমে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সদস্য পদে মনোনীত হন। এরপর ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজপথের লড়াকু নেতৃত্ব দেওয়ায় তার বলিষ্ট টান্ডা মাথার নেতৃত্বের জন্য ১৯৯৮ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনোনীত হন আব্দুল হেকিম শামীম। ২০০৪ সালে জেলা যুবলীগের সদস্য হিসেবে যুবলীগের নেতৃত্ব দেন দীর্ঘদিন। সেই সাথে কানাইঘাটের যুবলীগকেও সুসংগঠিত করেন তিনি।

২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রমে সক্রীয় অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য অদ্যবধি তিনি কাজ করে যাচ্ছেন। চলতি বছর কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ সাবেক ছাত্রনেতা। এছাড়া আব্দুল হেকিম শামীম ১৯৯২-৯৪ পর্যন্ত কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯৯ সালে এম.সি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কানাইঘাট শাখার সভাপতি দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে আব্দুল হেকিম শামীম বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পরে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, কানাইঘাট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও সিলেট এম.সি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

কানাইঘাট সদর ইউপির গৌরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের গর্বিত সন্তান হচ্ছেন আব্দুল হেকিম শামীম।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে আব্দুল হেকিম শামীম তার এক প্রতিক্রিয়ায় বলেন, আজীবন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত প্রতিটি কর্মসূচী ও নির্বাচনে দলীয় সিন্ধান্তের পক্ষে কাজ করে গেছেন। দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে কখনো কোন ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন না। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতি ও দলের আদর্শ পরিপন্থি কোন কিছু তাকে স্পর্শ করতে পারেনি।

তিনি বলেন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে হলে সাধারণ সম্পাদক পদে তরুণ নেতৃত্ব প্রয়োজন। দলের নেতাকর্মীরা সেটা প্রত্যাশা করেন। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্খি ও সম্মেলনের কাউন্সিলদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন