কানাইঘাটে প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষন
- আপডেটের সময় : ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
- / ১২৯৪ টাইম ভিউ
শাহ ইসমাইল নিজস্ব প্রতিনিধিঃ লিডারশীপ হচ্ছে যাকে অন্যরা ফলো করে সে-ই লিডার।লিডারশীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ চাইলেই সবাই নেতা হতে পারে না, এর জন্য তার ভিতরে থাকতে হবে কিছু এক্সট্রা অর্ডিনারি গুণাবলী, তবে সবাই তাকে ফলো করবে, তার কথা শুনবে, তার দিকে তাকিয়ে থাকবে ।আপনাকে অবশ্যই একজন ভালো লিসেনার হতে হবে ভালো লিডার হতে চান তবে অবশ্যই আপনাকে আপনার কাজ সংশ্লিষ্ট সবার কোথায় খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, এটলিস্ট যার সাথে কথা বলছেন সে যেন বোঝে যে আপনি তাকে খুব গুরুত্ব দিচ্ছেন,সর্বদা হাসি মুখে এনার্জেটিক ভাবে থাকুন ।সবকাজেই আপনাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে আপনাকে সর্বদায় কনফিডেন্ট হতে হবে এবং আপনার টিমকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে হবে ।আপনার নেতৃত্ব গুন্ ব্যবহার করে আপনার অধ্যস্তদের দিয়ে অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলতে পারবেন। আজ(২৮-৪-২০১৯)কানাইঘাট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষন ব্যাচ নং-০১(২৮-৪-১৯–১৮-৫-১৯)পর্যন্ত মোট২১ দিন সকাল ১০ঘটিকার সময় প্রশিক্ষনের শুভ উদ্ভোধন করেন উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)গোপাল চন্দ্র সুত্রধর, প্রশিক্ষক হিসাবে উপস্থিত আছেন এ,বি,এম,মাইনুররহমান ইন্সট্রাকটর ইউ, আর, সি কানাইঘাট, সভার শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত করেন মোঃ মাহবুবুল করিম, গীতাপাট করেন অসীমরঞ্জন দাস।