কানাইঘাটে গুজব প্রতিরোধে পুলিশের সমাবেশ
- আপডেটের সময় : ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- / ৪২২ টাইম ভিউ
নিজস্ব প্রতিনিধিঃ কানাইঘাটে ছেলে ধরা (কল্লাকাটা) গুজব প্রতিরোধে সমাজ সচেতনতা মূলক এবং আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় সুরইঘাট বাজারে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে সমাজ সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তা-কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।
বিট অফিসার এস.আই দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকার সভাপতিত্বে ও মোঃ আম্বিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, গুজবে সাড়া দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে। কাউকে সন্দেহ হলে তাকে ধরে পুলিশে সোপর্দ করুন অথবা ৯৯৯ কল করুন। সবাইকে আইন শৃঙ্খলার স্বার্থে সকল প্রকার গুজব ও আইন শৃঙ্খলা কর্মকান্ডের বিরুদ্ধে তৎপর থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।