নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করবেন মোহাম্মদ বারিউল করিম খান। জানা যায়, জামালপুর জেলার একটি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কর্মকর্তা থাকাকালীন সময়ে সরকারী ভাবে বৃত্তি নিয়ে উচ্চত্বর ডিগ্রি অর্জন করার জন্য মোহাম্মদ বারিউল করিম খান অস্ট্রেলিয়ায় যান। সম্প্রতি তিনি সেখান থেকে দেশে ফিরে আসার পর সংস্থাপন মন্ত্রণালয় বারিউল করিম খানকে নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়ন দিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হয়। আগামী মাসের প্রথম দিকে বারিউল করিম খান কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের কথা রয়েছে। তিনি ৩০’তম ব্যাচের একজন প্রশাসনিক কর্মকর্তা। কানাইঘাটের বর্তমান নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার পদোন্নতি হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হওয়ায় তার স্থলাবিষিক্ত হবেন বারিউল করিম খান। স্থানীয় সাংবাদিকরা মোহাম্মদ বারিউল করিম খানের সাথে যোগাযোগ করলে তিনি কানাইঘাটে যোগাদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com