আপডেট

x


কসাইয়ের হাত থেকে চাপাতি ছুটে শিশুর মৃত্যু

সোমবার, ১২ আগস্ট ২০১৯ | ৪:২৫ অপরাহ্ণ | 355 বার

কসাইয়ের হাত থেকে চাপাতি ছুটে শিশুর মৃত্যু

মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানতাবশত কসাইয়ের হাত থেকে চাপাতি ছুঁটে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার দুধখালীতে এ ঘটনা ঘটে।

নিহত মৌমিতা আক্তার (১০) দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলো।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিলো। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুঁটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com