করোনা ভাইরাসের সৃষ্ট খাদ্য সংকটের কারণে আসন্ন রোজা মাস উপলক্ষে মৌলভাবাজার জেলা রাজনগর উপজেলার আশ্রাকাপন ও সরকরনগরে ২০/০৪/২০২০ইং তারিখে আহমদ শাহ এর নামে প্রতিষ্ঠিত “শাহ ফাউন্ডেশনের” উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসি মালিক শাহ,ছালিক শাহ জলিল শাহ এবং গ্রেটার সিলেট কাউন্সিল (ওয়ালেস) সাধারন সম্পাদক শাহ শাফি’র নিজ উদ্যোগে অসহায়, দিনমজুর,গরীব প্রায় শতাধিক পরিবারের মাঝে খাবারের উপহারসামগ্রী বিতরণ করা হয়। আগামীতে ও শাহ ফাউন্ডেশন অসহায় মানুষগুলোর কল্যানে পাশে থাকবে।সবাই দোয়া করবেন শাহ ফাউন্ডেশন যেন সর্বদা মানুষের কল্যানে কাজ করে যেতে পারে। শাহ শাফি বলেন আমাদের এই দানকে মহান আল্লাহ কবুল করুন,আসুন আমরা দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষগুলোর পাশে দাড়াই।সবাই ঘরে থাকুন,নিরাপদে থাকুন ভাল থাকুন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com