কর্মধা ইউপি চেয়ারম্যানের করোনা পজেটিভ
- আপডেটের সময় : ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ৪৮৬ টাইম ভিউ
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান (এম এ রহমান আতিক) এর করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে।
১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান গত জুলাই মাসের শেষের দিকে জ্বর ও সর্দি তে আক্রান্ত হন। এ সময় তিনি করোনা উপসর্গ উপলব্ধি করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল হক এর পরামর্শে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। গত, ১৩ জুলাই করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। আজ ৭ জুলাই তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান বলেন, করোনা কালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড এবং কর্মধা ইউনিয়ন বাসীর সেবা করতে সব সময় মাঠে ছিলাম। মাঠ পর্যায়ে জনস্বার্থে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছি। ইউনিয়নবাসীর দোয়া ও ভালবাসায় ইতিমধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। আগামীতেও মানুষের সেবায় কাজ করার প্রত্যয়ে আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।#