কর্নেল (অবঃ) শওকত আলী র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ভেনিসে বসবাসকারী নড়িয়া শরীয়তপুর জেলাবাসী
ইতালি প্রতিনিধি
সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, শরীয়তপুর নড়িয়া সখিপুর এর ৬বার নির্বাচিত এমপি, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর কর্নেল (অবঃ) শওকত আলী র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইতালির ভেনিসে বসবাসকারী নড়িয়া শরীয়তপুর জেলাবাসী।রবিবার স্থানীয় একটি হলরুমে সালাউদ্দিন সর্দার নান্নুর সভাপতিত্বে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভেনিস আওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম জমাদার খোকন এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মরহুমের ছোট ছেলে ডক্টর আব্দুল খালেদ শওকত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলিগের সহ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল,বিল্লাল হোসেন ঢালী,আবু তাহের খান,কাজী আব্দুল মান্নান,
ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার ,আল মামুন ঢালী ,ওমর ফারুক নিনি,,আকবর হোসেন বেপারী ,মিজানুর রহমান বেপারী,মোক্তার হোসেন মুল্লা,কাজী আব্দুল্লাহ আল বাকি রোনাক,মোস্তাক আহমেদ,সবুজ ছৈয়াল ,কামাল হোসেন,লিটন ঢালী ,স্বপ্ন ঢালী,মনির সর্দার ,সোহেলা আক্তার বিপ্লবী,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কালু ,সাংগঠনিক সম্পাদক মুরাদ বেপারী,রতন ছৈয়াল,জান্নাত ,আল আমিন
,জামাল মৃধা ,আসলাম মাতবর ,মিয়া রানা বিল্লাল ,শফিক শিকদার,ছাত্রলীগের সভাপতি আরিফ হাওলাদার,সাধারণ সম্পাদক রোমান ইসলাম,দিপু মুল্লা ,আকাশ মাতবর,ফিরহাদ উদ্দিন,রাজীব ,রাজন খান সহ ভেনিস আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও ভেনিসে বসবাসকারী নড়িয়া শরীয়তপুর প্রবাসীরা।
আলোচনা শেষে মরহুমের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদের ও হাফেজ আবুল সালাম।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com