আপডেট

x


করোনা সচেতনায় কুলাউড়ায় জাতীয় তরুন সংঘের মাস্ক বিতরন

সোমবার, ১৩ জুলাই ২০২০ | ১১:৫৬ পূর্বাহ্ণ | 298 বার

করোনা সচেতনায় কুলাউড়ায় জাতীয় তরুন সংঘের মাস্ক বিতরন
জাতীয় তরুন সংঘ, কুলাউড়া

বিশ্বজুড়ে চলছে কোভিড-১৯ মহামারীর ক্রান্তিকাল,বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চলমান জীবন ও জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের নিজেকে সুরক্ষিত রাখার এখনো পর্যন্ত কর্যকরী উপায় হচ্ছে- পারস্পরিক শারীরিক দূরত্ব ৬ ফুট (অন্তত ৩ ফুট) বজায় রেখে চলা এবং মাস্ক (মুখবন্ধনী) ব্যবহার করা।
এ সময় মাস্ক পরিধান করা যেমন সবার জন্য অপরিহার্য তেমনি করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ও কমিউনিটিতে এ ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সঠিকভাবে মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি ।
কুলাউড়ার একমাত্র প্রাচীনতম সংগঠন “জাতীয় তরুন সংঘ” কুলাউড়ার পক্ষ হতে গতকাল রোববার বিকালে উপজেলা সদরে বিভিন্ন এলাকা থেকে আগতদের মাঝে করোনা ভাইরাসের পাদুর্ভাব রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে শহরে চলন্ত মানুষ যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরন করা হয় ও অনেককে মুখে মাস্ক পড়িয়ে দেওয়া হয় ।
একইসাথে সকলকে বাড়ির বাহিরে যাওয়া- আসার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা উল্লেখ করে সচেতনতামুলক আলোচনা করা হয় ।

তারা বলেছে কোভিড-১৯ ছড়ানোর ঘটনা প্রতিরোধ করার জন্য জনসমক্ষে ফেস মাস্ক ব্যবহার করা উচিত, সেই লক্ষ থেকে জনসাধারনের মাঝে মাস্ক ব্যাবহারের উপকারিতা নিয়েই এই উদ্দ্যোগ গ্রহন করা হয় ।



জাতীয় তরুন সংঘের বিতরনের সময় উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব আবুল খায়ের ফয়সল,সুজিত দেব,আব্দুর রহিম লিটন,এ কে সমছু,মোঃ শফিক মিয়া ও জ্যোতী বিকাশ দেব সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com