আপডেট

x


করোনা রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে দোকানে ঘোরাফেরা করছেন

বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ | 451 বার

করোনা রোগীরা হাসপাতাল থেকে বের হয়ে দোকানে ঘোরাফেরা করছেন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ভবনে আলাদা ওয়ার্ড করেছে সরকার। করোনা রোগী থেকে যেন সংক্রমণ বাড়তে না পারে। কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন এই ভবনের করোনা রোগীরা চিকিৎসা নিতে এসে হাসপাতাল থেকে বের হয়ে সামনের দোকানে চা, সিপারেট, পান, জুস ঔষধসহ নানা জিনিস ক্রয়ের জন্য ঘোরাফেরা করছেন। করোনা হাসপাতালের গেইট ২৪নঘণ্টা খোলা থাকার কারণে যে কেউ অনায়াসে বের হতে পারছেন ও প্রবেশ করতে পারছেন। করোনা রোগীদের অবাধে ঘোরাফেরা করার কারণে হাসপাতালের সামনের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন আতংকে রয়েছেন। হাসপাতাল সংলগ্ন এলাকার লোকজন ভয়ে বাজার করতে পারছেন না। অতি প্রয়োজনীয় বাজার করলেও আতংক নিয়ে বাজারে যাচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট সামনের ব্যবসায়ী জানান, হাসপাতাল গেটের সকল ব্যবসায়ীরা অনেক ঝুকিতে আছে।

করোনা আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি, অনেক রোগীর সাথে আত্মীয় স্বজন থাকছে না, ক্যানোলা পরিহিত অবস্থায় রোগীকে নিজে বাহিরে এসে ঔষধ কিংবা খাবার কিনতে দেখা গিয়েছে। অনেক রোগী ওয়ার্ড থেকে করোনা গেইট দিয়ে বাহিরে যাচ্ছে। রোগীর আত্মীয় স্বজন রোগীকে দেখতে যাচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের কঠোরভাবে বাহিরে যাওয়া নিষেধ করা আছে। কিন্তু তারা মানছেনা। তারা লুকিয়ে বাহিরে চলে যাচ্ছে। এটা সারা দেশের একই দৃশ্য। আমাদের লোকবল সংকট রয়েছে। যার কারণে কঠোরভাবে মানা সম্ভব হচ্ছে না। তাছাড়াও গেইটে যে দারোয়ান আছে সে জিজ্ঞেস করলে তাকে ভুল তথ্য দিয়ে তারা বাহিরে চলে আসে। বিষয়টি নিয়ে আবারো আমরা আলোচনায় বসব। করোনা রোগী যেন বাহিরে যেতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com