ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

করোনা কেড়ে নিলো আরো পুলিশ সদস্যকে

দেশ দিগন্ত ডেক্স:
  • আপডেটের সময় : ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / ৩৫২ টাইম ভিউ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরো এক সদস্য মারা গেছেন। গতকাল সোমবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত পুলিশ সদস্য মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এখন পর্যন্ত পুলিশের মোট ৬৬ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হয়ে গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার নওদা গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে বর্তমান করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশের ৬৬ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন।#

পোস্ট শেয়ার করুন

করোনা কেড়ে নিলো আরো পুলিশ সদস্যকে

আপডেটের সময় : ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরো এক সদস্য মারা গেছেন। গতকাল সোমবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত পুলিশ সদস্য মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এখন পর্যন্ত পুলিশের মোট ৬৬ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হয়ে গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলিল উদ্দিন ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার নওদা গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে বর্তমান করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশের ৬৬ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন।#