আপডেট

x


করোনা আক্রান্ত তিন হাজার ছুঁই ছুঁই করছে সিলেটে

শনিবার, ২০ জুন ২০২০ | ৪:১২ অপরাহ্ণ | 237 বার

করোনা আক্রান্ত তিন হাজার ছুঁই ছুঁই করছে সিলেটে

সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এখন প্রায় তিন হাজার। স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। সংক্রমন ঠেকাতে বিভিন্ন জেলায় বেশি আক্রান্ত এলাকাগুলোকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ৫ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আজ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৮৬। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৯ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৬৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত ২৯৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৮৮ জন, সুনামগঞ্জে ৭৮৫ জন, হবিগঞ্জে ২৭৬ জন ও মৌলভীবাজারে ২৩৭ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ১৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ৩ জন।
সিলেট বিভাগে আজ শনিবার সকাল পর্যন্ত ৬৫৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৩৯ জন, সুনামগঞ্জে ১৭৫ জন, হবিগঞ্জে ১৫৮ জন ও মৌলভীবাজারে ৮৬ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, মৌলভীবাজারে চার জন
সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন ।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তা দেশদিগন্ত কে বলেন, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে সিলেট বিভাগের আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।’



মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com