ঢাকা , রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

করোনায় নেগেটিভ এমপিরাই যোগ দিচ্ছেন বাজেট অধিবেশন

দেশ দিগন্ত ডেক্স:
  • আপডেটের সময় : ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / ৫৭৬ টাইম ভিউ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৭ দিন বিরতির পর আজ মঙ্গলবার আবার বসছে। তবে চলমান এই অধিবেশনে থাকছেন না সব এমপি। জানা গেছে, শুধুমাত্র করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিরাই এতে যোগ দিতে পারবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সংসদ অধিবেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশের আগে এবার মন্ত্রী-এমপিদের করোনা আছে কিনা সেই নমুনা পরীক্ষা করা হবে। বিশেষ করে প্রবেশাধিকার পেতে সব এমপিদের লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। এরইমধ্যে মন্ত্রী-এমপিদের অনেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এজন্য সংসদে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা যাওয়ার পর মন্ত্রী-এমপিদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সংসদ সচিবালয়। চলমান বাজেট অধিবেশনে যোগদান করা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং গণফোরামের এমপি মোকাব্বির খানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলাফল পজেটিভ আসায় এই উদ্বেগ তৈরি হয় মৃত্যুশঙ্কায়। যে কারণে জাতীয় সংসদ ভবনকে সুরক্ষিত রাখা এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ অধিবেশনে যোগ দিতে যাওয়া সবার স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রী-এমপিদের সংসদে উন্মুক্ত প্রবেশাধিকার সীমিত করে দেয়া হয়। একইসঙ্গে বাজেট সংক্রান্ত আগামী চারটি বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে এমন ১৭০ জন এমপির করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে দেয়া হয়।

সংসদ সচিবালয় জানায়, এরইমধ্যে মন্ত্রী-এমপিদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গত শনিবার ২০ জন, রোববার ৪৫ জন ও সোমবার ২৬ জনের নমুনা নিয়েছে সংসদ মেডিকেল সেন্টার। বাকিদের পরীক্ষাও আজ কালের মধ্যে শেষ করা হবে বলে জানা গেছে। তবে মন্ত্রী-এমপিদের পরীক্ষায় আক্রান্তের সংখ্যা খুব বাড়বে বলে মনে করেন না সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি জানান, শনিবারের পরীক্ষার ফলাফলে ২০ জনের কারোই পজিটিভ আসেনি। সবাই সুস্থ আছেন। তবুও বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব এমপি অংশ নেবেন, তাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে।

অধিবেশন আরো সীমিত হবে কি না এ প্রশ্নে চিফ হুইপ বলেন, পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। আমরা অধিবেশনের যোগদানকারী সবাইকেই টেস্টের আওতায় আনছি।

করোনার ঊর্ধমুখী সংক্রমণের মধ্যেই ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছে। ১১ জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্যান্য বছর বাজেটের ওপর আলোচনা মাসব্যাপী হলেও এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে তিন দিন ২৩, ২৪ ও ২৯ জুন। ৩০ জুন বাজেট পাসের পর জুলাই মাসে হয়তো একদিন সংসদে বৈঠক করে অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে।#

পোস্ট শেয়ার করুন

করোনায় নেগেটিভ এমপিরাই যোগ দিচ্ছেন বাজেট অধিবেশন

আপডেটের সময় : ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৭ দিন বিরতির পর আজ মঙ্গলবার আবার বসছে। তবে চলমান এই অধিবেশনে থাকছেন না সব এমপি। জানা গেছে, শুধুমাত্র করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিরাই এতে যোগ দিতে পারবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সংসদ অধিবেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশের আগে এবার মন্ত্রী-এমপিদের করোনা আছে কিনা সেই নমুনা পরীক্ষা করা হবে। বিশেষ করে প্রবেশাধিকার পেতে সব এমপিদের লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। এরইমধ্যে মন্ত্রী-এমপিদের অনেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এজন্য সংসদে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা যাওয়ার পর মন্ত্রী-এমপিদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সংসদ সচিবালয়। চলমান বাজেট অধিবেশনে যোগদান করা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং গণফোরামের এমপি মোকাব্বির খানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলাফল পজেটিভ আসায় এই উদ্বেগ তৈরি হয় মৃত্যুশঙ্কায়। যে কারণে জাতীয় সংসদ ভবনকে সুরক্ষিত রাখা এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ অধিবেশনে যোগ দিতে যাওয়া সবার স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রী-এমপিদের সংসদে উন্মুক্ত প্রবেশাধিকার সীমিত করে দেয়া হয়। একইসঙ্গে বাজেট সংক্রান্ত আগামী চারটি বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে এমন ১৭০ জন এমপির করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে দেয়া হয়।

সংসদ সচিবালয় জানায়, এরইমধ্যে মন্ত্রী-এমপিদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গত শনিবার ২০ জন, রোববার ৪৫ জন ও সোমবার ২৬ জনের নমুনা নিয়েছে সংসদ মেডিকেল সেন্টার। বাকিদের পরীক্ষাও আজ কালের মধ্যে শেষ করা হবে বলে জানা গেছে। তবে মন্ত্রী-এমপিদের পরীক্ষায় আক্রান্তের সংখ্যা খুব বাড়বে বলে মনে করেন না সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি জানান, শনিবারের পরীক্ষার ফলাফলে ২০ জনের কারোই পজিটিভ আসেনি। সবাই সুস্থ আছেন। তবুও বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব এমপি অংশ নেবেন, তাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে।

অধিবেশন আরো সীমিত হবে কি না এ প্রশ্নে চিফ হুইপ বলেন, পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। আমরা অধিবেশনের যোগদানকারী সবাইকেই টেস্টের আওতায় আনছি।

করোনার ঊর্ধমুখী সংক্রমণের মধ্যেই ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছে। ১১ জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্যান্য বছর বাজেটের ওপর আলোচনা মাসব্যাপী হলেও এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে তিন দিন ২৩, ২৪ ও ২৯ জুন। ৩০ জুন বাজেট পাসের পর জুলাই মাসে হয়তো একদিন সংসদে বৈঠক করে অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে।#