আপডেট

x


করোনার দ্বিতীয় ধাপে ! সন্ধ্যা ৭টার পর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ | ২:২৭ অপরাহ্ণ | 250 বার

করোনার দ্বিতীয় ধাপে !  সন্ধ্যা ৭টার পর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

মহামারী করোনার দ্বিতীয় ধাপকে সামাল দিতে ও মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উচ্চ সংক্রমণের ঝুকি থাকায় সকল উপজেলায় জনসমাগম নিরুৎসাহিত করার লক্ষ্যে শপিংমল, হাট-বাজার সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান (ফার্মেসি ব্যাতিত) আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

এ ব্যাপারে গতকাল মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গনমাধ্যম কে জানান,’স্বাস্থ্যবিধি মানতে আমরা গত কয়েকদিন ধরে জেলা ব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছি, আগামীকাল থেকে এ ব্যাপারে আমরা আরও কঠোর হব। তাছাড়া সন্ধ্যা ৭টার পর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দিনের বেলা স্বাস্থ্যবিধি না মানলে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ১৫ দিন সারা জেলায় মাইকিং করে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে’ও জনসাধারণকে উৎসাহ দেওয়া হবে’।



প্রসঙ্গত, সারাদেশে করোনা সংক্রমণের হার টেস্টের বিপরীতে যেখানে ১৯ দশমিক ০৯ শতাংশ, সেখানে মৌলভীবাজারে সংক্রমণের হার ২০ দশমিক ০৪। এই সংক্রমণের দিক থেকে ভয়াবহ রুপ ধারণ করেছে অত্র জেলা।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com