করোনায় আক্রান্ত সাবেক এমপি এম এম শাহীন,কুলাউড়াবাসী সহ সবার কাছে দোয়া চেয়েছে রাফিদ শাহীন
- আপডেটের সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১০৯১ টাইম ভিউ
করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এম এম শাহীন। শুক্রবার তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন সন্তান রাফিদ শাহীন, সে কুলাউড়াবাসী সহ দেশ ও প্রবাসের সকলের কাছে তার পিতার জন্য দোয়া চেয়ে বলে, আমার আব্বু কুলাউড়ার সবাইকে আমাদের পরিবার মনে করেন ।
এম এম শাহীন গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। করোনার মহামারির কারণে সেখানে রয়েছেন, ফ্লাইট জটিলতার কারনে দেশে আসতে পারেন নি, অসুস্থতার খবরে দেশ ও প্রবাসে থাকা ভক্ত ও সর্মথকরা তার জন্য দোয়া কামনা করেছেন।
অপরদিকে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের সদস্য, আত্মীয় ও স্বজনরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এম এম শাহীন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের বাঙ্গালী কমিউনিটির জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি।