কুয়েত থেকে : বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে বিপন্ন সময় যখন যাচ্ছে পৃথিবীতে ,
এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস যখন পার্সপোর্ট সহ বিভিন্ন সেক্টরের কাজে করে যাচ্ছিলো ।
কুয়েত সরকার থেকে যখন ঘোষিত হলো লকডাউন তখন দূতাবাসে জনসাধারনের যাতায়াত বন্ধ হয়,আর এরই মধ্যে জানা যায় শ্রমিকদের মাঝে ত্রাণ কার্য এবং অন্যান্য কনস্যুলার সেবা দিতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন চারজন কর্মি ।
দেশদিগন্ত সম্পাদক শেখ নিজামুর রহামন টিপুকে মুটোফোনে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাস এর দূতালয় প্রধান(কাউন্সিলর) মোহাম্মদ আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেছেন পরিস্কার পরিছন্ন কর্মি জাহেদ সুস্হ হয়ে কোরেনটাইনে আছে, এবং বাকী তিনজনের মধ্যে দুইজন হলেন ট্রান্সেলেটর ওয়াসিম রুশদী ও ফেকরী এবং লেবার উইংয়ের মনিরুল ।
তাদের মধ্যে আইসিলেশনে আছেন
তারা বর্তমানে কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালের তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাসের কর্মি এবং প্রবাসী শ্রমিকদের চিকিৎসা চলছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com