কমলগঞ্জে নিষিদ্ধ নাসির বিড়িসহ আটক ১
- আপডেটের সময় : ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ৪৩৪ টাইম ভিউ
মৌলভীবাজারের কমলগঞ্জে নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ পাইকারী ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক আব্দুর রহিম কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর পুত্র। মঙ্গলবার গভীররাতে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রাম থেকে নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ২৫ হাজার শলাকাসহ আব্দুর রহিম নামে একজনকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, প্রতিদিন ভারতীয় বিড়ি কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে সংঘবদ্ধ একটি চক্র কুলাউড়া ও কমলগঞ্জের বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি করে আসছিল। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়েছ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিড়িসহ তাকে আটক করাহয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।#